★আপনি অন্যের ব্যক্তিগত তথ্য প্রকাশ করতে পারবেন না!
★কোন প্রকার কপিরাইট করা যাবে না।
★আপনি কোন বেআইনী উদ্দেশ্য বা অবৈধ কার্যকলাপ পরিচালনার জন্য ফাইভার ব্যাবহার করা যাবে না।
★ আপনি কোনভাবে ফাইভার অ্যাকাউন্ট ক্রয়-বিক্রয় করতে পারবেন না।
★কোন ব্যাবহারকারী যারা ফাইভারের বাহিরে যোগাযোগ করেন সেগুলো ফাইভারের পরিসেবা শর্তাদির আওতাভুক্ত নয়।
★আপনি ফাইভারে কোন মিথ্যা পরিচয় দিতে পারবেন না, নিজের পরিচয় ভুলভাবে উপস্হাপন করতে পারবেন না, নিজের (সত্যিকারের ব্যক্তি )ব্যতীত অন্য কারও জন্য একটি প্রোফাইল তৈরি করতে পারবেন না বা অন্য ব্যাবহারকারীর অ্যাকাউন্ট বা তথ্য ব্যাবহার করার চেষ্টা করা যাবে না, আপনার বিবরণ, দক্ষতা, অবস্হান, ইত্যাদিসহ আপনার প্রোফাইল তথ্য সঠিক হতে হবে। এবং বিভ্রান্তিকর, অবৈধ, আপত্তিকর বা অন্যথায় ক্ষতিকারক হতে পারে না। সাইটটি ব্যাবহার করার জন্য। সাইটটি ব্যাবহারের জন্য (আইডি, ফোন, ক্যামেরা ইত্যাদি ব্যাবহার করে) ব্যাবহারকারীদের যাচাইকরণের প্রক্রিয়াটি চালিয়ে যাওয়া প্রয়োজন ফাইভার অধিকার সংরক্ষণ করে।
★ফাইভারের অপব্যাবহার বা হয়রানীমূলক কোন কিছু করা যাবে না।
★ফাইভারের মানদণ্ডগুলো লঙ্ঘনের কারণে আপনার একাউন্টি হোল্ডে সংরক্ষণ করে।
★ফাইভারের শর্তাদি লঙ্ঘন করলে আপনার অ্যাকাউন্টি স্হায়ীভাবে অক্ষম করে দিতে পারে।
★ডিজেবল অ্যাকাউন্ট থেকে কোন ধরণের সার্ভিস কেনা-বেচা করা যাবে না।
★ডিজেবল হওয়া অ্যাকাউন্টির বিষয়ে ফাইভার কাস্টমার সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করতে পারবেন।
★আপনার অ্যাকাউন্ট সুরক্ষার জন্য অ্যাকাউন্ট সিকিউরিটির ব্যাবস্হা গ্রহণ করতে পারবেন।
★ফাইভার কোন সময় অ্যাকাউন্ট যাচাইকরণের জন্য নিজের মালিকানার জন্য অ্যাকাউন্টের অ্যাকসের প্রোভাইড করতে হবে।
★ডিজেবল অ্যাকাউন্টের সম্পূর্ণ যাচাই-বাছাই শেষে ৯০ দিন পরে উপার্জন উয়িতড্রো করতে পারবেন।
★বায়ারের কোন তথ্য কোন তৃতীয় পক্ষের কাছে প্রকাশ করবেন না
★ফাইভার পর্ণোগ্রাফী সম্পর্কিত কোন ধরনের সেবা সরবরাহ করা যায় না!